ভারতে পাচারের চেষ্টা, সাতক্ষীরা সীমান্তে উদ্ধার ৬

চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচারকালে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ছয়জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তাদের মধ্যে দুই নারী ও একটি শিশু রয়েছে।
বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান হোসেন জানান, আজ শুক্রবার সকালে মানবপাচারকারীরা ছয়জনকে তলুইগাছা সীমান্ত পেরিয়ে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় বিজিবির তলুইগাছা কোম্পানি কমান্ডার সুবেদার হায়দার আলী ও তাঁর সঙ্গীরা তাদের উদ্ধার করেন। সুযোগ বুঝে পাচারকারীরা পালিয়ে যায়।
সুবেদার হায়দার জানান, আটকরা হলেন দেবহাটার পারুলিয়ার নোড়ারচকের এবাদুল ইসলাম, সদর উপজেলার ভোমরা লক্ষ্মীদাঁড়ির ইব্রাহীম গাজী, একই গ্রামের মফিজুল ইসলাম এবং কলারোয়ার ব্রজবাকসার আছিরা খাতুন, পাইকগাছার লক্ষ্মীখোলার খরিয়া গ্রামের জোহরা খাতুন ও তাঁর সাত বছরের মেয়ে মিম আক্তার। উদ্ধারকৃতদের বরাত দিয়ে তিনি জানান, কয়েকজন পাচারকারী ভারতে ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের সীমান্তে নিয়ে আসে। এ জন্য তাদের কাছ থেকে বেশ কিছু টাকাও হাতিয়ে নেয় তারা। বৃহস্পতিবার তাদের পাচারের চেষ্টা করতেই তারা বিজিবির নজরে আসে। এ সময় তাদের উদ্ধার করে সদর থানা পুলিশে সোপর্দ করা হয়।