সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬২২

ফাইল ছবি
পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে একদিনে মোট এক হাজার ৬২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে রয়েছে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ১১৯ জন ও অন্যান্য অপরাধে জড়িত ৫০৩।
বৃহস্পতিবার (৭ আগস্ট) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।
শাহাদাত হোসাইন জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে এক হাজার ৬২২ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় তিনটি দেশীয় পাইপগান, একটি বিদেশি রিভলভার, দুইটি ওয়ান শুটার গান, ১৯ রাউন্ড কার্তুজ, ছয় রাউন্ড গুলির খোসা, একটি স্টিলের বার্মিজ চাকু, ছয়টি ককটেল ও একটি স্টিলের স্প্রিং চাকু জব্দ করা হয়েছে।