বিএসএফের ধাওয়া, ৫ দিন পর বাংলাদেশির লাশ নদীতে

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধাওয়া খেয়ে পাঁচদিন নিখোঁজ থাকার পর সাতক্ষীরার দেবহাটা উপজেলার ইছামতি নদীর টাউন শ্রীপুর এলাকা থেকে এক বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার বিকেলে দেবহাটা থানার পুলিশ ও বিজিবি সদস্যদের উপস্থিতিতে রাখাল আলী বাদশার (৪৫) লাশ উদ্ধার করা হয়। আলী বাদশা দেবহাটার শিবনগর গ্রামের বাবর আলীর ছেলে।
আলী বাদশার পারিবারিক সূত্র জানায়, পাঁচদিন আগে আলী বাদশাসহ চার-পাঁচজন রাখাল ভারতে গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা তাঁদের ধাওয়া দেন। এর পর থেকে সবার খবর পাওয়া গেলেও আলী বাদশা নিখোঁজ থাকেন। আলী বাদশার খবর না পেয়ে তাঁর পরিবার ভারতের বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে থাকে। আজ বিকেলে দেবহাটার টাউন শ্রীপুর স্লুইসগেট সংলগ্ন এলাকায় ইছামতি নদীতে আলী বাদশার লাশ জেলেরা ভাসতে দেখে পুলিশ ও বিজিবি সদস্যদের খবর দেন। পরে দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) আলী রেজা ও বিজিবির টাউন শ্রীপুর ক্যাম্প কমান্ডার সুবেদার সাদেকের উপস্থিতিতে লাশটি উদ্ধার করা হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।