চুয়াডাঙ্গায় হঠাৎ বৃষ্টি

চুয়াডাঙ্গায় আজ সোমবার রাতে হঠাৎ বৃষ্টি হয়েছে। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গায় আজ সোমবার রাতে হঠাৎ বৃষ্টি হয়েছে। রাত ৭টা ৫৫ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
হঠাৎ এই বৃষ্টিতে সাধারণ মানুষ বিপাকে পড়ে যায়। তাপমাত্রা কমে শীত বাড়তে থাকে।
চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষণাগার এ সময়ে মোট ৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, পুবালি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের কারণে শীত কিছুটা বাড়তে পারে।