ঝালকাঠিতে বিএনপির তিন নেতা কারাগারে

পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঝালকাঠিতে বিএনপির তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বছরের ডিসেম্বরে পৌরসভা নির্বাচনের আগে এই নেতাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
এই তিন নেতা হলেন—ঝালকাঠির নলছিটি উপজেলা বিএনপির সভাপতি খন্দকার অহিদুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহীন ও মোল্লারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম।
আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বিএনপির তিন নেতা। তবে বিচারক মো. জায়েদ আহম্মেদ তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী ফয়সাল খান জানান, গত বছরের ২৭ ডিসেম্বর রাতে পৌর নির্বাচন সামনে রেখে নাশকতা সৃষ্টির অভিযোগে নলছিটি থানার উপপরিদর্শক মো. আতিক বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। মামলায় স্থানীয় বিএনপির নয়জন নেতাকর্মীসহ অজ্ঞাত আরো ১৫/১৬ জনকে আসামি করা হয়। মামলা দায়েরের পরপরই গ্রেপ্তার করা হয় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী জাহাঙ্গীর হোসেনকে। কারাগারে বসেই তিনি নির্বাচনে অংশ নেন। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন।