মুন্সীগঞ্জে দুই লাশ উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/11/photo-1455192539.jpg)
মুন্সীগঞ্জ সদর উপজেলার পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ ইসলামপুর ও টঙ্গিবাড়ির বেতকা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ ইসলামপুর এলাকার যুগিনীঘাট এলাকা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মো. নূরু মিয়া (১৮) এবং বেতকা এলকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ সদর ও টঙ্গিবাড়ি থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, নূরু মিয়া আত্মহত্যা করেছেন। আর অজ্ঞাত ব্যক্তি পানিতে ডুবে মারা গেছেন।