শীতলক্ষ্যায় গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

সহপাঠীদের সঙ্গে গোসল করতে গিয়ে গাজীপুরের কালীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীতে ডুবে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন (১৩) কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর গ্রামের কমল মিয়ার ছেলে। সে ওই গ্রামের সাওরাইদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। ময়নাতদন্তের জন্য তার লাশ গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় কয়েকজন জানায়, সাওরাইদ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত একদিনের স্কাউট ক্যাম্পুরিতে যোগ দেয় সাব্বির। আজ দুপুরে বিরতির সময় ওই বিদ্যালয়ের দুই সহপাঠীর সঙ্গে সে পার্শ্ববর্তী শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায়। নদীতে গোসল করার সময় সাব্বির পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি চালিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে সাব্বিরকে মৃত অবস্থায় উদ্ধার করে।
সাওরাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম হোসেন বলেন, ‘মাইকে ঘোষণা দিয়ে জুম্মার নামাজের বিরতি দিয়ে আমরা নামাজ পড়তে চলে যাই। এ সময় এ দুর্ঘটনা ঘটে।’
এ ব্যাপারে বাংলাদেশ স্কাউটস কালীগঞ্জ শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, নিয়মানুযায়ী স্কাউট ক্যাম্পুরি করতে হলে স্থানীয় স্কাউট সভাপতি ও কমিশনারের কাছে অনুমতি নিতে হয়। কিন্তু সাওরাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম হোসেন সেটা করেননি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।