জামালপুরে যুবলীগের সভাপতি বহিষ্কার, সাংগঠনিক কার্যক্রম স্থগিত
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুর শহর যুবলীগের সভাপতি শাহরিয়ার উজ্জ্বলকে সাময়িক বহিষ্কার করেছে জেলা যুবলীগ। এ ছাড়া শহর যুবলীগের কার্যক্রমও স্থগিত করা করা হয়েছে।
আজ শনিবার ওই যুবলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করেন জেলা যুবলীগের সভাপতি আবদুল্লাহ আল আমিন চান ও সাধারণ সম্পাদক নাঈম রহমান। উভয়ের যৌথ স্বাক্ষরে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
জামালপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাঈম রহমান জানান, গতকাল শুক্রবার রাতে শহরের বকুলতলা এলাকায় জামালপুর পৌর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহীন আহাম্মেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন শহর যুবলীগের সভাপতি শাহরিয়ার উজ্জ্বল। এ ঘটনায় শনিবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শহর যুবলীগের সভাপতি শাহরিয়ার উজ্জ্বলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
যুবলীগ নেতা নাঈম আরো জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জামালপুর শহর যুবলীগের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।