জাপার প্রার্থীও ঠিক করবে তৃণমূল
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী তালিকা চূড়ান্ত করবে উপজেলা কমিটি। এ কমিটির মাধ্যমে তালিকা চূড়ান্ত করে কেন্দ্রে পাঠাতে হবে। তার পর কেন্দ্র তাদের হাতে মনোনয়নপত্র তুলে দেবে।
জাপার এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ ফেব্রুয়ারির মধ্যে দলের কেন্দ্রীয় দপ্তর কাকরাইলে চূড়ান্ত তালিকা জমা দেওয়ার জন্য পার্টির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জাপার দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে এ অনুরোধ জানানো হয়েছে।
মনোনীত প্রার্থীদের ১৭ ও ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে।
পৌরসভা নির্বাচনের প্রার্থীও একই প্রক্রিয়ায় মনোনয়ন দেওয়া হবে বলে জাপার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর আগে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী মনোনয়নের জন্য নাম সুপারিশের দায়িত্ব দেওয়া হয় তৃণমূল পর্যায়ের নেতাদের হাতে।