দুই বাসের পাল্লা, দুই ছাত্রী নিহতের গুজবে বাসে আগুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় দুটি বাসের পাল্লাপাল্লিতে সাইকেল আরোহী দুই স্কুলছাত্রী আহত হয়েছে। আজ সোমবার সকালে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের বহেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় ওই দুই ছাত্রী নিহতের গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গাড়ি দুটি পাল্লা দিয়ে সাতক্ষীরা থেকে কালীগঞ্জে যাচ্ছিল। এ সময় বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সুমাইয়া খাতুন ও আমেনা খাতুন একটি বাইসাইকেলে স্কুলে যাচ্ছিল।
পাল্লা দেওয়া দুটি বাসের মধ্যে একটি বাইসাইকেল আরোহী দুই ছাত্রীকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ সময় ওই দুই ছাত্রী নিহত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় বিক্ষুব্ধ পথচারীরা গাড়ি দুটিতে হামলা করে একটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ গাড়িটি আটক করেছে। সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদল কর্মী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবদুল ওয়াজেদ জানান, দুই ছাত্রীকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক।
তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হচ্ছে বলে জানান চিকিৎসক।