পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্নের দাবি সংসদে তুললেন সেলিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘পাকিস্তানের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখার কোনো যৌক্তিকতা নেই।’ এ ব্যাপারে চিন্তাভাবনা করার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার দশম জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় শেখ সেলিম এসব কথা বলেন।
শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তান গণহত্যা করেছে। বঙ্গবন্ধু হত্যার সঙ্গে পাকিস্তান জড়িত। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এ দেশে বসে। পাকিস্তানের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখার কোনো যৌক্তিকতা নেই। আমি পররাষ্ট্রমন্ত্রীকে বলব, আপনারা চিন্তাভাবনা করেন।’
শেখ সেলিম আরো বলেন, ‘বাংলাদেশে যে পাকিস্তানি দূতাবাস থাকে কয়দিন আগে দেখেছেন, এরা কত ডেসপারেটেড, আবার খালেদা জিয়ার সাথে গিয়ে দেখা করার জন্য এক কূটনীতিক ওখানে ঘোরাফেরা করে, পুলিশ তারে ধরে নিয়ে গেছে।’
শেখ সেলিম বলেন, ‘কার সাথে আলোচনা? যারা মানুষ হত্যা করেছে? যারা দেশ ও রাষ্ট্রের সম্পদ নষ্ট করছে? রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? তার সাথে কোনো আলোচনা হতে পারে না। সে মানবতাবিরোধী অপরাধ করেছে। চল্লিশ বছর পর যদি আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে পারি, ইনশাল্লাহ খালেদা জিয়ার বিচারও এ বাংলার মাটিতে হবে মানবতাবিরোধী অপরাধের জন্য।’