ধর্ষণের পর স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, বৃদ্ধ আটক

ঢাকার ধামরাই উপজেলায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পণ্ডিত আলী নামের ওই ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার আগজেঠাইল গ্রামের পণ্ডিত আলী প্রায় তিন মাস আগে নিজের অসুস্থ স্ত্রীকে দেখাশোনা করার জন্য ওই শিশুকে নিজের ঘরে রেখে দেয়। ওই রাতেই শিশুটিকে ধর্ষণ করে সে। বিষয়টি কাউকে না বলতে শিশুকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় পণ্ডিত আলী। স্কুলছাত্রী ভয়ে বিষয়টি কাউকে না বলে চুপ থাকে।
কয়েক দিন আগে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নেয়। এ সময় চিকিৎসকরা পরীক্ষা করে শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি তার পরিবারকে জানান। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। পণ্ডিত মিয়া এলাকা থেকে পালিয়ে যায়।
পরে আজ মঙ্গলবার সকালে ধামরাইয়ের কালামপুর বাজার এলাকায় স্কুলছাত্রীর ভাইসহ কয়েকজন পণ্ডিত মিয়াকে আটক করে। স্থানীয় লোকজন তাকে নিয়ে সালিশে বসেন। সালিশে ধর্ষণের ঘটনাটি রফা করতে পণ্ডিত আলীকে তিন লাখ টাকা জরিমানা করেন মাতবররা। কিন্তু পণ্ডিতের পরিবার এই রায় প্রত্যাখ্যান করে। এর পর সালিশের মাতবররাই পণ্ডিত আলীকে পুলিশে সোপর্দ করে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, এ ঘটনায় শিশুটির বাবা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। পণ্ডিত আলীকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।