চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে সন্ত্রাসবিরোধী মানববন্ধনে অংশগ্রহণকারীদের একাংশ। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে সন্ত্রাসবিরোধী মানববন্ধন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন।
গতকাল মঙ্গলবার দুপুরে ইসলামপুরের চাটাইডুবিতে কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্প্রতি ইসলামপুরের দুটি পক্ষের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এটি প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়।
মানববন্ধন শেষে চাটাইডুবিহাট মাঠে সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) বশির আহম্মদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় প্রভাবশালী লোকজন।
সমাবেশে বক্তারা বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের সন্ত্রাসের কারণে ইসলামপুর আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এ সন্ত্রাস প্রতিহত করতে হবে।