মেহেরপুরে পৌর নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল

মেহেরপুর পৌরসভার নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পৌর কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের হোটেল বাজার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন এতে নেতৃত্ব দেন। মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে বড়বাজার মোড় প্রদক্ষিণ শেষে মেহেরপুর পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলীর সভাপতিত্বে বক্তব্য দেন জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, বাস্তুহারা লীগের সভাপতি ফিরোজ আহমেদ, সদর উপজেলা সাধারণ সম্পাদক এস এম রাসেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা এম এ মতিন, মিসকিন আহমেদ, ছাত্রলীগ নেতা জুলফিকার আলী, কুদরত ই খুদা রুবেল প্রমুখ।
প্রথম পর্যায়ে ঘোষিত তফসিলে মেহেরপুর পৌরসভা বাদ পড়ার পেছনে পৌর মেয়র ও আমদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সম্পৃক্ততার অভিযোগ তুলে এ প্রতিবাদ জানান নেতাকর্মীরা।
এ সময় পৌরসভার প্রধান ফটকের সামনে সীমানা নির্ধারণ নিয়ে করা মামলার বাদী আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম ও নির্বাচন বন্ধের ষড়যন্ত্রকারী বর্তমান মেয়র মোতাছিম বিল্লাহ মুতুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন মিছিলে অংশ নেওয়া শহরের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মীরা।