রংপুরে কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন

রংপুর নগরীর স্টেশন রোডে প্রেসক্লাবের সামনে আজ বুধবার কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন। ছবি : এনটিভি
ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে অষ্টম বেতন কাঠামোর বকেয়া বেতনভাতা, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট তহবিলে অর্থ বরাদ্দের দাবিতে রংপুরে মানববন্ধন এবং সমাবেশ করেছে কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রংপুর জেলা শাখা।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর স্টেশন রোডে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচি পালন করা হয়। এ সময় সমাবেশে বক্তব্য দেন কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আবদুল ওয়াহেদ মিঞা, অধ্যক্ষ আবদুর রউফ, অধ্যক্ষ শরীফুজ্জামান বুলু, অধ্যক্ষ শাহ মো. রেজাউল ইসলাম।
বক্তারা বলেন, ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে তাঁদের দাবিমতো ব্যবস্থা না নিলে এসএসসি পরীক্ষার পর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে বৃহত্তর আন্দোলনে যাবেন তাঁরা।