কারখানায় অভিযান
গাজীপুরে ভেজাল পোলট্রি খাদ্যসামগ্রী জব্দ, আটক ৩

গাজীপুরের নলজানি এলাকায় অভিযানের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা ডিবির এসআই মো. ইকবাল। ছবি : এনটিভি
গাজীপুরের নলজানি এলাকায় একটি পোলট্রি খাদ্যসামগ্রী তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। ওই সময় ভেজাল ওষুধসহ সোয়া কোটি টাকার পোলট্রি সামগ্রী জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার ভোররাতে ওই কারখানার সন্ধান পায় ডিবি। পরে সেখানে অভিযান চালানো হয়।
ভেজাল পোলট্রি পণ্য উৎপাদনের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়। তাঁদের পরিচয় পাওয়া যায়নি।
ডিবির উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল জানান, নলজানি আবাসিক এলাকায় একটি বাড়িতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নামে পোলট্রি শিল্পের নকল ওষুধ ও খাদ্য তৈরি হচ্ছিল। ভোররাতে কারখানার সন্ধান পেয়ে গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। ওই সময় বিভিন্ন ওষুধ তৈরির মালামাল, প্যাকেট, লেভেল, বিভিন্ন দাহ্য পদার্থসহ প্রায় দেড় কোটি টাকার মালামাল জব্দ করা হয়।