সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন শেষ, রাত ৯টা থেকে ভোট গণনা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৫-১৬ বর্ষের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সুপ্রিম কোর্ট মিলনায়তনে গতকাল রোববার থেকে আজ সোমবার পর্যন্ত ভোট নেওয়া হয়।
নির্বাচনে তিন হাজার ৫২৯ জন ভোটার ভোট দেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট হারুন অর রশিদ এনটিভি অনলাইনকে বলেন, দুই দিনব্যাপী ভোটে তিন হাজার ৫২৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। আজ রাত ৯টার পর ভোট গণনার কাজ শুরু হবে। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল মোট চার হাজার ৩৫৫ জন।
এর আগে গতকাল রোববার সকাল ১০টা থেকে আজ বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মাঝখানে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি দেওয়া হয়।
এবারের নির্বাচনে বিএনপি-জামায়াতে ইসলামীপন্থী আইনজীবীরা নীল প্যানেল ও আওয়ামী লীগ-বামপন্থী আইনজীবীরা সাদা প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচন করছেন। এ ছাড়া প্যানেলের বাইরে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুজন এবং সহসভাপতি পদে একজন নির্বাচন করছেন। মোট ১৪টি পদের বিপরীতে ৩১ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপি-জামায়াতপন্থী নীল প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক পদে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহসভাপতি পদে অ্যাডভোকেট এ এস এম মোক্তার কবির খান ও অ্যাডভোকেট মো. আব্দুল জব্বার ভূঁইয়া, কোষাধ্যক্ষ পদে শওকত আরা বেগম, সহ-সম্পাদক পদে অ্যাডভোকেট মাজেদুল ইসলাম পাটোয়ারী ও অ্যাডভোকেট ইউসুফ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্যপদের জন্য লড়ছেন মির্জা আল মাহমুদ, মো. আনোয়ারুল ইসলাম শাহিন, মো. ফজলুর রহিম, মো. জসিম সরকার, মো. নাসির উদ্দিন খান, রেজাউল করিম ও শামিমা সুলতানা।
অন্যদিকে, আওয়ামী লীগ ও বামপন্থীদের সাদা প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সাধারণ সম্পাদক পদে মমতাজ উদ্দিন মেহেদী, সহসভাপতি পদে আবুল খায়ের ও তাহেরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে আমির হোসেন, সহসম্পাদক পদে দেলোয়ার মোস্তফা চৌধুরী ও সুজা আল ফারুকী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ প্যানেল থেকে সদস্যপদে সাতজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন এ কে এম দাউদুর রহমান মিনা, অমিত দাস গুপ্ত, খান মোহাম্মদ শামীম আজিজ, মহিউদ্দিন শামিম, মো. আব্দুল আজিজ মিয়া, মো. হাবিববুর রহমান ও সাবিনা ইয়াসমিন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ ও মো. ওবায়দুল হক পীরজাদা এবং সহসভাপতি নজরুল ইসলাম প্রার্থী হয়েছেন।