হঠাৎ হামলায় ‘প্রেমিক’ খুন, প্রেমিকাসহ আহত ২
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/20/photo-1455974836.jpg)
নরসিংদীতে জায়েদুল ইসলাম (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় জায়েদুলের সঙ্গে থাকা মিতু (১৬) ও জয় (১৮) নামের দুজনকে কুপিয়ে জখম করা হয়।
আজ শনিবার বিকেলে সদর উপজেলার গাবতলী মাদ্রাসা এলাকায় কাঠবাগানের ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত জায়েদুল ও আহত মিতু প্রেমিক-প্রেমিকা বলে জানিয়েছেন আহত জন। তবে এ ব্যাপারে কোনো তথ্য দেয়নি রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা কিশোরী মিতু।
মিতু জানায়, গতকাল শুক্রবার নিহত জায়েদুল ইসলামের সঙ্গে তার যোগাযোগ হয়। চাকরি দেওয়ার আশ্বাসে জায়েদুলের চাচির বাড়িতে রাতে থাকে মিতু। আজ শনিবার দুপুরে গাবতলী এলাকার কাঠবাগানে সে, জায়েদুল ও জয় কথা বলছিলেন। কথোপকথনের সময় ১০-১২ জন সন্ত্রাসী এসে তাঁদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই জায়েদুল নিহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে ও জয়কে উদ্ধার করে নরসিংদী সদর ও জেলা হাসপাতালে নিয়ে যায়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) খালেদ বিন মালেক জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এদের মধ্যে গুরুতর আহত জয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অপরজনকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।