শিক্ষকের বেত্রাঘাত, হাসপাতালে শিক্ষার্থীর মৃত্যু

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় শিক্ষকের বেত্রাঘাতে গুরুতর আহত শিক্ষার্থী শুভ হাওলাদার মারা গেছে। ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার দিবাগত রাতে শুভর মৃত্যু হয়।
শুভ কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া গ্রামের সঞ্জিব হাওলাদারের বড় ছেলে। সে শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত। আজ শনিবার দুপুরে শুভ হাওলাদারের শেষকৃত্য পারিবারিক শ্মশানে সম্পন্ন হয়েছে।
নিহতের বাবা সঞ্জিব হাওলাদার জানান, ৭ ফেব্রুয়ারি ক্লাসের পড়া না পারায় শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শামীম আহম্মেদ শুভ হাওলাদারকে বেত্রাঘাত করেন। এতে সে গুরুতর আহত ও আতঙ্কিত হয়। সহপাঠীরা বিষয়টি তাঁদের জানালে তারা বিদ্যালয়ের কক্ষ থেকে শুভকে উদ্ধার করে কাঁঠালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরে তাকে ঝালকাঠি এবং বরিশাল হয়ে ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে শুভর মস্তিষ্কে সমস্যা দেখা দেয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মধ্যরাতে শুভর মৃত্যু হয়।
শুভর বাবা আরো জানান, এ ব্যাপারে তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেবেন।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।