মাল্টিপ্লাগে হাত, শিশুর মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামে গতকাল শুক্রবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের চয়ন মণ্ডলের ছেলে।
চন্দনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মালেক এনটিভি অনলাইনকে জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সবার অজান্তে ঘরে থাকা বৈদ্যুতিক মাল্টিপ্লাগের ভেতরে আকস্মিক হাত দেয় শিশু রবিউল। এতে সে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় রবিউলদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।