ভোলা আ. লীগের সভাপতি মজনু, সম্পাদক টুলু

দীর্ঘ ১০ বছর পর ভোলা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। ফজলুল কাদের মজনু মোল্লাকে সভাপতি ও আব্দুল মমিন টুলুকে সাধারণ সম্পাদক ঘোষণা করে জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে ভোলা সরকারি স্কুলমাঠে এই সম্মেলন শুরু হয়। প্রধান অতিথিসহ অন্য অতিথিরা দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। জেলার সাতটি উপজেলা থেকে আওয়ামী লীগের শত শত নেতাকর্মী ব্যানার ও ফেস্টুনসহ সম্মেলনস্থলে আসেন।
সম্মেলনের প্রধান বক্তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আগামী নির্বাচনের খুব বেশি আর দেরি নাই। তাই আপনারা এখন থেকেই সেই নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন।’
জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘২০১৯ সালে নির্বাচন হবে। তার একদিন আগেও নির্বাচন হবে না। হওয়ার সম্ভাবনাও নাই।’
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘পাঁচ বছর পর নির্বাচন হয়। তাই আমরা করব। তা অবশ্যই সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। অন্য কোনোভাবে নয়।’
মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনা ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচন করে গণতন্ত্র রক্ষা করেছেন। যদি ২০১৪ সালে নির্বাচন না হতো বাংলাদেশে মার্শাল ল হয়ে যেত।
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, কৃষিবিষয়ক সম্পাদক ড. মো. আবদুর রাজ্জাক এমপি, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী এমপি, দৌলতখান আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলী আজম মুকুল এমপি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলুর উপস্থাপনায় আরো বক্তব্য দেন ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
অনুষ্ঠান শেষে ফজলুল কাদের মজনু মোল্লাকে সভাপতি ও আবদুল মমিন টুলুকে সাধারণ সম্পাদক ঘোষণা দেওয়া হয়। এর আগে ২০০৬ সালে ভোলা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।