খুলনায় একুশের প্রথম প্রহরে হাদিস পার্কে জনস্রোত
খুলনা শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে খুলনায় অমর একুশে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। আর শহীদ দিবসকে কেন্দ্র করে শনিবার দিবাগত রাতে সব জনস্রোতের গন্তব্য ছিল একটাই- শহীদ মিনার।
দিবাগত রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথম পুস্প মাল্য অর্পন করেন বীর মুক্তিযোদ্ধারা। পরে মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক ও আলহাজ্ব মিজানুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনের নেতা কর্মী, নজরুল ইসলাম মঞ্জু নেতৃত্বে বিএনপি ও তার অংঙ্গসংগঠন , খুলনা প্রেস ক্লাব, খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস, কাজী আমিনুল হকের নেতৃত্বে চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিস, আইনজীবী সমিতি, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি সহ সর্বস্তরের মানুষ শহীদদের অমর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানান।