মংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

মংলার অসহায় নারী-পুরুষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। আজ সোমবার শহরের হাজী আফসার উদ্দিন মাদ্রাসা ও শেখ আবদুল হাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা দেওয়া হয়। ছবি : এনটিভি
মংলার অসহায় নারী-পুরুষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। খুলনার আদ্ দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের ভিশন বাংলাদেশ জেলা চক্ষু পরিচর্যা কর্মসূচি উদ্যোগে শহরের হাজী আফসার উদ্দিন মাদ্রাসা ও শেখ আবদুল হাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সোমবার দিনব্যাপী এ চিকিৎসা দেওয়া হয়।
সাইটসেভার্স ন্যাশনাল আই কেয়ার ও ব্র্যাকের সহযোগিতায় অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে তিন শতাধিক গরিব ও অসহায় রোগীর চোখের ছানি অপারেশনসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
এ সময় মংলা-রামপালের সাবেক সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার, মংলা পোর্ট পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবদুস সালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাইসহ অন্যরা উপস্থিত ছিলেন।