অন্ধ বিশ্বাসের বিরুদ্ধে সতর্ক থাকতে বললেন রাষ্ট্রপতি
অন্ধ বিশ্বাস ও মৌলবাদ যাতে সৃজনশীলতাকে রুদ্ধ করতে না পারে সে ব্যাপারে সবাইকে তৎপর থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
আজ সোমবার দুপুরে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ৭০ বৎসর পূর্তি অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘শিক্ষাকে মানবকল্যাণে কাজে লাগাতে হবে। আকাশ সংস্কৃতি এখন বাস্তবতা। এই বাস্তবতা মেনেই আমাদের এগিয়ে যেতে হবে। ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করতে হবে। কোনো কিছুর মোহে বা সাময়িক লাভের আশায় কেউ যাতে বিপথগামী না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’
সবার ওপরে দেশকে স্থান দেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘স্থলসীমান্ত চুক্তি, সমুদ্র বিজয়ের মাধ্যমে নতুন ভূখণ্ড লাভ বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বাংলাদেশ এখন মজবুত অর্থনীতির ওপর দাঁড়িয়ে। পদ্মা সেতুর মতো বৃহৎ একটি প্রকল্প নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছে। অগ্রগতির এই ধারাকে অব্যাহত রাখতে হলে আমাদের নিরলসভাবে কাজ করতে হবে।’
কলেজের ৭০ বৎসর পূর্তি উৎসব আয়োজক কমিটির চেয়ারম্যান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম হীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী ও সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজাহিদ বিল্লাহ ফারুকী বক্তব্য দেন।