কালীগঞ্জে লরির চাপায় চা বিক্রেতা নিহত

গাজীপুরের কালীগঞ্জে লরি চাপায় চা বিক্রেতা চান মিয়া (৬০) নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার আড়িখোলায় এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ উপজেলার তুমলিয়া গ্রামের মৃত সরাফত আলীর ছেলে চান মিয়া কালীগঞ্জ-টঙ্গী সড়কের পাশে চা দোকানের ব্যবসা করতেন।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক মো. আজিজুর রহমান জানান, কালীগঞ্জ-টঙ্গী সড়কে কালীগঞ্জের আড়িখোলা এলাকায় সোমবার দুপুরে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে কালীগঞ্জগামী একটি লরি চান মিয়াকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় উত্তেজিত স্থানীয়রা কালীগঞ্জ-টঙ্গী সড়কে অবস্থান নিয়ে অবরোধ তৈরি করেন। এতে কালীগঞ্জ-টঙ্গী ও কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুপুর দেড়টার দিকে যান চলাচল শুরু হয়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।