মঠ অধ্যক্ষকে হত্যা বিকৃত পশুবৃত্তি : খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শ্রীশ্রী সন্তগৌড়ীয় মঠের অধ্যক্ষকে হত্যা বিকৃত পশুবৃত্তি।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা বলেন খালেদা জিয়া।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিবৃতি বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়েছে। এতে খালেদা জিয়াকে উদ্ধৃত করে বলা হয়, ‘পঞ্চগড়ের দেবীগঞ্জে ধর্মগুরুকে ধারালো চাপাতি দিয়ে হত্যা ও অন্য পূজারিদের গুরুতর জখমের আতঙ্কসঞ্চারী ঘটনা অশুভ আগামীর ইঙ্গিত বহন করে।’
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘দেশে একদলীয় শাসনে জনগণকে ফ্যাসিবাদী ব্যবস্থার ভারী পাথর দিয়ে চেপে রাখলে চরমপন্থী জঙ্গি অন্ধশক্তির উত্থান ঘটার সম্ভাবনায় দেশের উৎকণ্ঠিত নাগরিক সমাজ পূর্বেই বারংবার অভিমত ব্যক্ত করেছিলেন। দেশে দেশে একদলীয় শাসনব্যবস্থার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে দেখা গেছে বর্বর বোধশক্তিহীন গোষ্ঠীর জন্ম হতে, যাদের বিবেকহীন সভ্যতাবিধ্বংসী কর্মকাণ্ডের বীভৎস দৃশ্য দেখতে হয় বিশ্ববাসীকে। আর যেসব দেশে এসব শক্তির উত্থান ঘটে, সেসব দেশকে তারা নিয়ে যায় একেবারে খাদের কিনারায়।’
‘সাম্প্রতিক সময়ে ইতালির নাগরিক তাভেলা হত্যাকাণ্ড থেকে যে এই নিষ্ঠুরতম বর্বর পরিকল্পনার যাত্রা শুরু হয়েছে, তা গত পরশু দিন পঞ্চগড় জেলাধীন দেবীগঞ্জে গিয়ে পৌঁছেছে। আর এসব বর্বর পরিকল্পনার শিকার হয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন অনেক মানবসন্তান। এঁদের মধ্যে যেমন বিদেশি নাগরিক আছেন, তেমনি আছেন দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ও ধর্মাচার্য, ব্লগার, প্রকাশকসহ বেশ কিছু জন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আমরা যেন জাতির গোরস্তানের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। এই চূড়ান্ত দুঃসময়ে জনমনে একটা প্রশ্ন জেগে উঠছে, সরকার কী করছে ?’
খালেদা জিয়া বলেন, ‘এই সমস্ত মধ্যযুগীয় রক্তপাত থামাতে ভোটারবিহীন সরকারের কোনো উদ্যোগ নেই। কয়েক মাস ধরে একের পর এক হত্যাকাণ্ডের বিষয়ে সরকার নির্বিকার, হত্যাকাণ্ডের কোনো সুরাহাই সরকার করতে পারেনি। এই প্রাণবিনাশী আক্রমণ প্রতিহত করে প্রকৃত দুষ্কৃতকারীদের ধরা তো দূরে থাক, উল্টো ঘটনা ঘটার সাথে সাথেই বিএনপিসহ বিরোধী দলের ওপর দোষ চাপানো এবং নেতাকর্মীদের নামে ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ এনে মামলায় জড়ানো হচ্ছে।’
বিবৃতিতে খালেদা জিয়া দুর্বৃত্তদের হাতে নিহত যগেশ্বর রায়ের আত্মার শান্তি কামনা করেন। তিনি অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একই সঙ্গে মঠের আহত পূজারিদের সুস্থতা কামনা করেন।