কাউন্সিলর সাফিকে গ্রেপ্তারের দাবি

রংপুর সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর সাফিউল ইসলাম সাফিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে আওয়ামী লীগ। এ দাবিতে আজ মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন।
আওয়ামী লীগের নেতারা দাবি করেন জামায়াতে ইসলামী নেতা সাফিউলের বিরুদ্ধে ট্রাকে আগুন দেওয়া সহ নাশকতার বেশ কয়েকটি মামলা আছে। এরপরও সাফিউল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। সাফিউলকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আওয়ামী লীগ।
আজ দুপুর দেড়টার দিকে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে। প্রায় এক ঘণ্টাব্যাপী ঘেরাও কর্মসূচিতে বক্তব্য দেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল।
কাউন্সিলর সাফিউল সম্প্রতি রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।