বিএনপি ৯, আওয়ামী লীগ ৫

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন সভাপতি ও মাহবুবউদ্দিন খোকন সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১৪টি পদের মধ্যে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য প্যানেল থেকে ৯ জন নির্বাচিত হয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা দল বা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সহসভাপতি, সহকারী সম্পাদকসহ পাঁচটি পদে জয় পেয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট হারুন অর রশিদ বিজয়ীদের নাম ঘোষণা করেন।
২০১৫-১৬ বর্ষের কার্যকরী পরিষদের এ নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা নীল প্যানেল ও আওয়ামী লীগ-বামপন্থী আইনজীবীরা সাদা প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচন করেন। এ ছাড়া প্যানেলের বাইরে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুজন এবং সহসভাপতি পদে একজন নির্বাচন করেন। ১৪টি পদের বিপরীতে ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গত রোববার ও সোমবার দুই দিনব্যাপী ভোট নেওয়া হয়। মোট ভোটার চার হাজার ৩৫৫ জন। এর মধ্যে ভোট দিয়েছেন তিন হাজার ৫২৯ জন। গতকাল সোমবার রাত ৯টা থেকে ভোট গণনা শুরু হয়।
আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার প্রবীণ আইনজীবী হারুন অর রশিদ যখন নির্বাচনের ফল ঘোষণা করেন, তখন উল্লাসে ফেটে পড়েন বিএনপি-জামায়াত-সমর্থিত আইনজীবীরা।
নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী নীল প্যানেলের খন্দকার মাহবুব হোসেন এক হাজার ৮০৬ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বামপন্থীদের সাদা প্যানেলের অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন পান এক হাজার ৬২৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এক হাজার ৯৩৭ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মমতাজ উদ্দিন মেহেদী পেয়েছেন এক হাজার ৫২৯ ভোট।
দুটি সহসভাপতি পদের মধ্যে একটিতে জয়ী হয়েছেন সাদা প্যানেলের আবুল খায়ের। তিনি পেয়েছেন এক হাজার ৭১১ ভোট। অপরটিতে জয়ী হয়েছেন নীল প্যানেলের অ্যাডভোকেট এ এস এম মোক্তার কবির খান। তিনি পেয়েছেন এক হাজার ৬৯৩ ভোট।
কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের শওকত আরা বেগম। তিনি এক হাজার ৮৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দুটি সহকারী সম্পাদক পদের মধ্যে একটিতে নীল, অন্যটিতে সাদা প্যানেলের আইনজীবী জয়ী হয়েছেন। এ পদে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট মাজেদুল ইসলাম পাটোয়ারী এক হাজার ৮০৭ ভোট ও আওয়ামী লীগ-বামপন্থীদের প্যানেলের দেলোয়ার মোস্তফা চৌধুরী এক হাজার ৬৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্যকরী পরিষদের সাতটি সদস্যপদের মধ্যে বিএনপি-জামায়াতপন্থী প্যানেলের চারজন ও আওয়ামী লীগ-বামপন্থীদের প্যানেলের তিনজন জয়ী হয়েছেন।
বিএনপি-জামায়াতপন্থী প্যানেল থেকে সদস্যপদে নির্বাচিত আইনজীবীরা হলেন শামীমা সুলতানা দীপ্তি (২,০৪৯ ভোট), মো. আনোয়ারুল ইসলাম শাহীন (১,৮৩৯ ভোট), মির্জা আল মাহমুদ (১,৭৬৫ ভোট) ও মো. জসিম সরকার (১,৬৩৮ ভোট)।
আওয়ামী লীগ ও বামপন্থীদের সাদা প্যানেল থেকে সদস্যপদে জয়ী আইনজীবীরা হলেন মহিউদ্দিন শামীম (১,৭৭৩ ভোট), অমিত দাশগুপ্ত (১,৬৮৩ ভোট) ও এ কে এম দাউদুর রহমান মিনা (১,৬৮৯ ভোট)।
সকালে ফল ঘোষণার পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন খোকন বলেন, ‘আমরা চাই, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। আমরা চাই, প্রত্যেক নাগরিক যেন অন্যায়ের বিচার পান। আমরা চাই, বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন হোক।’
এর পর মাহবুবউদ্দিনের গলায় ফুলের মালা পরিয়ে আনন্দ মিছিল বের করেন বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা।