খুলনায় স্কুল থেকে জামায়াত-শিবিরের ৩৫ জন আটক
খুলনার দৌলতপুরের দেয়ানা মাধ্যমিক বিদ্যালয়ে বৈঠক করার সময় জামায়াত-শিবিরের ৩৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শিশু সংগঠন ফুলকুড়ির ব্যানারে আজ মঙ্গলবার দুপুরে ওই স্কুলে বৈঠক করার সময় দৌলতপুর থানার পুলিশ তাদের আটক করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, দেয়ানা মধ্যডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ফুলকুড়ির ব্যানারে গোপন বৈঠক করছিলেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।অভিযান চালিয়ে তাঁদের কাছে থেকে তিনটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, একটি ট্যাবলেট পিসি, একটি ক্যামেরা, একটি পেনড্রাইভ ও ৩০টি লিফলেট জব্দ করা হয়েছে। সেখানে জামায়াত-শিবিরের নেতাদের মুক্তি দাবি করে লেখা ব্যানারের ছবি পাওয়া গেছে।
আটক ব্যক্তিরা হলেন ফুলকুড়ি খুলনার সভাপতি মাওলানা এম এম আজিজুর রহমান, খুলনার ফাহাদ, জাহাঙ্গীর হোসেন, নাইম হাসান সজীব, হাফিজুর রহমান ও আসাদৌল্লাহ রাহাত, সাতক্ষীরার আব্দুস সালাম, আনিসুর রহমান, মশিউর রহমান, মামুন ও সাইফুল ইসলাম, ঝিনাইদহের শাহ আহমেদ তাজ, রুহুল আমিন ও জিকরুল কাওসার, চুয়াডাঙ্গার বাবু আলী ও ইসমাইল হোসেন, নোয়াখালীর আবু তাহের, ফেনীর ওমর ফারুখ, রংপুরের খাদেমুল ইসলাম, শরীয়তপুরের আজিজুর রহমান ও শফিকুল ইসলাম, যশোরের সাইফুর রহমান ও আবদুল্লাহ জনি আরিফ, পিরোজপুরের জহির রানা, মাগুরার সাইফুল ইসলাম ও মাহবুব হোসেন, যশোরের শামছুজ্জামান ও সুমন, মাদারীপুরের সুলতান মাহমুদ, কুষ্টিয়ার তুহিন রেজা, গোপালগঞ্জের মুন্সী সুমন, নাটোরের রেজওয়ান, সুনামগঞ্জের তৌহিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার গোলাম ও চাঁদপুরের জিয়াউর রহমান।
আটক হওয়া আজিজুর রহমান জানান, পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে আজ থেকে তিন দিনব্যাপী ফুলকুড়ি আসরের ক্যাম্প করা হয়েছিল। আজ এই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্যানেল মেয়র আনিসুর রহমান বিশ্বাস। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে খুলনা মহানগর পুলিশ কমিশনার বাবু নিবাস চন্দ্র মাঝির উপস্থিত থাকার কথা জানিয়ে ফুলকড়ির পক্ষ থেকে কার্ড ছাপানো হয়েছিল।
দৌলতপুর থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) সুব্রত্র জানান, আটক ৩৫ জনকেই ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়েছে।