কালীগঞ্জে ইয়াবাসহ আ. লীগ নেতার ভাই গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়ার ছোট ভাই কামরুল ইসলাম ভূঁইয়াকে (৩৬) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। কামরুলের বাড়ি উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী গ্রামে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পলি আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই মো. শাখাওয়াত হোসেন ফোর্স নিয়ে কামরুলের বাড়িতে অভিযান চালায়। এ সময় বসবাসের ঘর থেকে ৭০টি ইয়াবাসহ কামরুলকে আটক করা হয়। পরে কামরুলকে কালীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় আজ শনিবার কালীগঞ্জ থানায় একটি মাদক মামলা করা হয়েছে।