দারিদ্র্য বিমোচন ও অধিকার রক্ষায় অলোচনা সভা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/28/photo-1456676605.jpg)
নরসিংদীতে দারিদ্র্য বিমোচন ও অধিকার রক্ষায় জনপ্রতিনিধিদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখার জন্য ‘বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড-২০১৫’ দেওয়া হয়। আজ রোববার দুপুরে আইন সহায়তা কেন্দ্র জেলা শাখার উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহাম্মেদ।
আইন সহায়তা কেন্দ্র জেলা শাখার সভাপতি মাইনুদ্দিন সরকারের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারিদ্র্য বিমোচন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, শীলমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকির প্রমুখ।
দারিদ্র্য বিমোচন ও অধিকার রক্ষায় সাফল্য অর্জন করায় সদর উপজেলার ১১জন ইউপি সদস্য ও শীলমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকিরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইন সহায়তা কেন্দ্রর সাধারণ সম্পাদক সুমন রায়।