মাগুরায় ১৩০ শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ

মাগুরা সদরের ১০টি প্রাইমারি স্কুলের মোট ১৩০ জন ছাত্রছাত্রীর মধ্যে কুইজ প্রতিযোগিতায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ছবি : এনটিভি
নিরাপদ খাদ্য স্কুলশিক্ষা কর্মসূচির আওতায় মাগুরা সদরের ১০টি প্রাইমারি স্কুলের মোট ১৩০ জন ছাত্রছাত্রীর মধ্যে কুইজ প্রতিযোগিতায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় মাগুরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাবেক কলেজ অধ্যক্ষ হাবিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মো. মাহবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাগুরার সিভিল সার্জন ডা. এফ বি এম আবদুল লতিফ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম সিরাজুদ্দোহা।
অনুষ্ঠানে শিক্ষা উপকরণ হিসেবে ব্যাগ, পেনসিল, পেনসিল বক্স, ইরেজার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য নেটওয়ার্কের পক্ষে বিসেক ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করে।