একক প্রার্থীর ইউপিতে পুনঃতফসিলের দাবি নোমানের
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিপুল ইউনিয়নে একক প্রার্থীর কারণ অনুসন্ধান করে ওই সব ইউপিতে নির্বাচন কমিশনের নিজস্ব ক্ষমতাবলে পুনঃতফসিল ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
urgentPhoto
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন নোমান।
বিএনপি নেতা বলেন, ‘দেশের ইতিহাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার নজির নেই। অথচ বর্তমান সরকারের স্বেচ্ছাচারিতায় দেশের মানুষকে সেটা দেখতে হচ্ছে। নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হওয়ার কারণেই বিএনপির সুনির্দিষ্ট অভিযোগও কানে তুলছে না তারা।’
সরকার বিএনপির কাউন্সিলকে ভয় পায় বলেই এখনো ভেন্যুর অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন নোমান।
সাবেক এই মন্ত্রী আরো বলেন, ‘যারা জোর করে একক প্রার্থী হয়েছেন তাঁদের সেই প্রার্থিতা বাতিল করে সেখানে নির্বাচন কমিশন তার নিজস্ব ক্ষমতা দিয়ে নতুন করে নির্বাচন করার জন্য প্রক্রিয়া করুক। অতীতে তারা যে দুষ্কর্ম করেছে, অতীতে যে সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করেছে সেই জায়গা থেকে নিজেদের মুক্ত করার একটা সুযোগও এটা বটে।’