অভয়াশ্রমে মাছ ধরার ট্রলার, ৪০ মণ জাটকা জব্দ

ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে এই এলাকায় সব ধরনের জাল ফেলা নিষিদ্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এ নিষেধাজ্ঞা চলবে আগামী দুই মাস অর্থাৎ ৩০ এপ্রিল পর্যন্ত।
নিষেধাজ্ঞার প্রথম দিন আজ ভোর রাতে ভোলার তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে পুলিশ ৪০ মণ জাটকা জব্দ করেছে।
ভেলু মিয়া পুলিশ তদন্ত কেন্দ্রর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোলায়মান মাহমুদ বলেন, গোপন সংবাদ পেয়ে তেঁতুলিয়া নদীর হোসেন চর সংলগ্ন এলাকায় একটি বড় মাছ ধরার ট্রলার আটক করা হয়। ট্রলারটি তেঁতুলিয়া থেকে বরিশাল যাচ্ছিল।
পুলিশ সেই ট্রলার থেকে ৪০ মণ জাটকা উদ্ধার করে। এ সময় ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায় বলে জানান এসআই।
সকাল ১১টায় ভোলা সদর মডেল থানায় জব্দ করা জাটকা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান মনির ও উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদারের উপস্থিতিতে গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়।