বগুড়ায় বিপুল ইয়াবা উদ্ধার, আটক ৫

বগুড়ার মাটিডালি এলাকায় অভিযান চালিয়ে সাড়ে সাত হাজার ইয়াবা বড়ি ও দুই কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসব মাদকদ্রব্য পাচারের অভিযোগে দুটি প্রাইভেটকারসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার রাত ৯টার দিকে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা ওই উদ্ধার অভিযান চালায়।
র্যাব জানিয়েছে, অভিযানে নয়টি মোবাইল ফোনসেটসহ নগদ ৪৭ হাজার ৫০০ টাকাও উদ্ধার করা হয়।
আটক পাঁচজন হলেন মোছাম্মৎ সোনালী (২৫), মোছাম্মৎ সনি (১৯), মো. তফিল উদ্দিন, মো. রিমন সবুজ (২৬) ও আবুল কাশেম। তাঁদের বাড়ি বগুড়া, গাইবান্ধা ও জয়পুরহাটে।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার মো. মফিজুল ইসলাম জানান, তাঁর নেতৃত্বে মাটিডালি এলাকায় এসওএস স্কুলের সামনে চারতলা বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুজন পালিয়ে যায়। পরে ওই পাঁচজনকে মাদকসহ আটক করা হয়।
মফিজুল আরো জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বগুড়া জেলাসহ আশপাশের জেলাগুলোতে মাদক কেনাবেচনা করতেন।