ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় শিশু নিহত, আহত ২

গাজীপুরের জয়দেবপুর রেল জংশনে তুরাগ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় অপর একটি ট্রেনের পেছনে ধাক্কা দিলে এক শিশু নিহত ও দুই শিশু আহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মামুনুর রশিদ। সে ময়মনসিংহের ফুলপুর উপজেলার লেপশিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। সে স্টেশনে পানি বিক্রি করত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে তুরাগ এক্সপ্রেস ট্রেন আজ সন্ধ্যায় জয়দেবপুর রেল জংশনে যাত্রী নামিয়ে পুনরায় ঢাকায় যাওয়ার উদ্দেশে ইঞ্জিন ঘোরানোর জন্য ২ নম্বর লাইন দিয়ে অগ্রসর হচ্ছিল। ভুল সিগনালিংয়ের কারণে একই সময়ে দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি একই লাইন দিয়ে ঢাকায় যাচ্ছিল। এ সময় তুরাগের ইঞ্জিনটি দ্রুতযান ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দ্রুতযানের পেছনের বগির কিছু অংশ দুমড়ে মুচড়ে যায় এবং তুরাগের ইঞ্জিনের সামনে বসে থাকা কয়েকজনের মধ্যে এক শিশু নিহত ও অপর দুজন আহত হয়। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ থাকে। এ কারণে তিস্তাসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।