চায়ের দোকানের পানি পান করে পাঁচজন অসুস্থ

গোপালগঞ্জে একটি চায়ের দোকানের পানি পান করে একই পরিবারের দুজনসহ পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। আজ বুধবার সকালে সদর উপজেলার বৌলতলী বাজারে এ ঘটনা ঘটে।
অসুস্থ হয়ে পড়া ব্যক্তিরা হলেন দোকানের মালিক শোভন শেখের বাবা ঠাণ্ডু শেখ, মা আসমা বেগম, অপর তিন ক্রেতা সাহেব আলী, আহাদ বিশ্বাস ও পাঞ্জু মোল্যা। তাঁদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসমা বেগমের অবস্থা আশঙ্কাজনক। তবে কেউ জগের পানিতে কিছু মিশিয়েছে কি না সে ব্যাপারে শোভন কিছু জানাতে পারেননি।
পুলিশ জানিয়েছে, সকালে শোভন দোকান খোলার পর তাঁর বাবা-মা ও ওই তিন ক্রেতা চা পান করার জন্য তাঁর দোকানে আসেন। এ সময় দোকানে রাখা জগের পানি পান করেন তাঁরা। কিন্তু পানি পান করার পর তাঁদের অস্বস্তি লাগতে শুরু করে। একপর্যায়ে তাঁরা বমি করে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফরিদুল ইসলাম জানিয়েছেন, এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পাননি। তবে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।