মাদারীপুরে আ.লীগ সমর্থকের বাড়িতে হামলা

মাদারীপুর সদর উপজেলার কুলপদ্বি এলাকায় আওয়ামী লীগের এক পক্ষের সাতটি বাড়ি প্রতিপক্ষের লোকজন ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা নান্নু মাতুব্বরের সঙ্গে আরেক আওয়ামী লীগ নেতা আসগর বেপারীর দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে বুধবার সন্ধ্যায় আসগর বেপারীর লোকজন হামলা চালিয়ে জহির, আহাদ, আসাদুল, আলিম তহশিলদার, হাবি তায়ানীর বাড়িসহ কমপক্ষে সাতটি বাড়ি ভাঙচুর করেছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা নান্নু মাতুব্বর জানান, প্রতিপক্ষের লোকজন অতর্কিতে হামলা চালিয়ে সাতটি বাড়ি ভাংচুর করেছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে। নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ হামলায় পাঁচজন আহত হয়েছে।
গতকাল রাতে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় এখনো মামলা হয়নি।