গাঁজাসহ আটক দুই, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মংলায় একটি বাজারে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই ব্যক্তিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিচার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার চিলা ইউনিয়নের জয়মণি বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। মাদক ব্যবসা ও মাদক বহনের অভিযোগে আটক দুই ব্যক্তিকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
মংলা থানার সহকারী উপপরিদর্শক সাইমুন ঢালী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা পুলিশের সহায়তায় গতকাল বিকেলে জয়মণি বাজার এলাকায় অভিযান চালান। এ সময় গাঁজাসহ বাজারের ব্রিজসংলগ্ন এলাকা থেকে হারুন অর রশিদ (৪০) ও শুকুর মল্লিক (৩৪) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। এরা দুজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে দাবি করেন তিনি।
পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মুহম্মদ আলী প্রিন্স আটক দুজনকে ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দেন।
দণ্ড পাওয়া দুই ব্যক্তিকে আজ বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ সদস্য।