এক-এগারোর সঙ্গে জড়িতদের অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা : হানিফ

এক-এগারোর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এ কমিশনে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ উত্থাপিত হবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ায় নিজ বাসভবনে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন এই সংসদ সদস্য।
বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও কথা হয়েছে বলে জানান হানিফ। আরো অনেকেই এ দাবি তুলেছে বলেও জানান তিনি।
কেন্দ্রীয়ভাবে দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের পরে এখন স্থানীয় পর্যায়েও তা করা হচ্ছে-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের এমন মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, ‘বিএনপির প্রতি দলের নেতাদের আস্থাহীনতার বহিঃপ্রকাশ ঘটেছে। অনেকেই দল থেকে পদত্যাগের অপেক্ষায় আছেন। এ রকম অবস্থায় বিএনপির পক্ষ থেকে নির্বাচন করার বিষয়ে তৃণমূল পর্যায়ের নেতাদের আগ্রহ কম। এসব কারণে তারা দলীয় প্রার্থী খুঁজে পাচ্ছে না। এই ব্যর্থতার দায় তাঁরা অন্যের ঘাড়ে চাপিয়ে সান্ত্বনা খোঁজার চেষ্টা করছেন।’
বিএনপি অগণতান্ত্রিক দল উল্লেখ করে হানিফ বলেন, এঁদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।
বিএনপির কাউন্সিল প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি জানে তারা কাউন্সিল করার অনুমতি চাইলেই পাবে। তারপরও তারা নিজেরাই কখনো এখানে কখনো ওখানে এই স্থান নির্ধারণ নিয়েই তালবাহানা করছে। এটা তাদের সিদ্ধান্তহীনতার বহিঃপ্রকাশ। তারা নিজেরাও জানে না কাউন্সিল করবে কি না, বা করলে কোথায় করবে। এই সিদ্ধান্তহীনতা তারা সরকারের ঘাড়ে চাপাচ্ছে।
এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।