জমির ন্যায্যমূল্য পাওয়ার দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

রেল লাইনের জন্য অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্য পাওয়ার দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করে স্মারকলিপি দিয়েছে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের ওপর ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেন জমির মালিকরা।
মানববন্ধন শেষে জমির ন্যায্য মূল্য পাওয়ার দাবিতে জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের কাছে স্মারকলিপি দেন জমির মালিকরা।
মানববন্ধনে অংশ নেন সদর উপজেলার বেদগ্রাম, বোড়াশী ও গাবরা গ্রামের শতাধিক জমির মালিক।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আলী আশরাফ মোল্যা, মো. শফিকুল ইসলাম রানা প্রমুখ। মানববন্ধনে তাঁরা অভিযোগ করে বলেন, গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা জমির সঠিক মূল্য থেকে কম মূল্য নির্ধারণ করেছেন।
ক্যাপশন : রেলের জন্য অধিগ্রহণ করা জমির ন্যায্যমূল্য পাওয়ার দাবিতে গোপালগঞ্জে আজ মানববন্ধন করে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। ছবি : এনটিভি