মাগুরা শহীদ সোহরাওয়ার্দী কলেজের ৭৫ বছর পূর্তি উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ শুক্রবার মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ৭৫ বছর পূর্তি উদযাপিত হচ্ছে।
সকাল ৭টায় রেজিস্ট্রেশনের কার্যক্রম, ১০টায় জাতীয় পতাকাসহ ৭৫টি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠানের।
এরপর শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে কলেজ প্রাঙ্গণে স্মৃতিচারণা অনুষ্ঠানে যোগ দেন কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। স্মৃতিচারণা করেন কলেজের সাবেক অধ্যক্ষ মো. হাবিবুল হাসান, সাবেক অধ্যক্ষ মাহফুজুর রহমান খান, সাবেক অধ্যক্ষ আবদুল লতিফ, সাবেক অধ্যাপক কামরুজ্জামান চাঁদ, সাবেক জাতীয় ফুটবলার নাজমুল হাসান লোভন। চলে ব্যাচভিত্তিক আড্ডা।
এ ছাড়া সন্ধ্যায় রয়েছে সুবীর নন্দী ও জেমসের কণ্ঠে গানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নতুন-পুরোনো মিলে প্রায় ছয় হাজার ছাত্রছাত্রীর পদচারণে কলেজ ক্যাম্পাস যেন এক নতুন জীবন ফিরে পেয়েছে।