প্রচারের শুরুতেই হামলার মুখে আ. লীগের ‘বিদ্রোহীরা’

প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারের প্রথম দিনেই ঝালকাঠির নলছিটি উপজেলার দুটি ইউনিয়নে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা এ হামলা করেছে বলে অভিযোগ করেছেন ‘বিদ্রোহীরা’।
উপজেলার সুবিদপুর ইউনিয়নের আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মল্লিক অভিযোগ করেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর কর্মী-সমর্থকরা মাইক নিয়ে প্রচারে নামলে স্থানীয় বটতলা এলাকায় আওয়ামী লীগ পদপ্রার্থী আবদুল মান্নান সিকদারের ছেলে মামুন সিকদার লোকজন নিয়ে হামলা চালায়।
এ সময় সোহেল মল্লিকের প্রচারকাজে ব্যবহৃত দুটি মাইক, একটি মোটরসাইকেল ও একটি আটোরিকশা ভাঙচুর করা হয়। এ সময় হামলাকারীরা লাঠি দিয়ে পিটিয়ে পাঁচ কর্মীকে আহত করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান অভিযোগ করেন, তাঁর প্রচার মাইক ও একটি অটোরিকশা ভাঙচুর করেছে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন বাবুল মৃধার কর্মী-সমর্থকরা। এ সময় দুই প্রচারকর্মীকে মারধর করা হয় বলেও তিনি অভিযোগ করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, এ দুটি ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দুই চেয়ারম্যান পদপ্রার্থী। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ অভিযোগের ব্যাপারে কথা বলার জন্য আওয়ামী লীগ মনোনীত দুজন চেয়ারম্যান পদপ্রার্থীর মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁদের পাওয়া যায়নি।