মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ঢাবি ছাত্রসহ নিহত ৩

মাদারীপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কলাবাড়ী এলাকায় এই দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন। এ দুর্ঘটনায় মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
হতাহতরা মাহিন্দ্র ও বাসের যাত্রী। নিহত ব্যক্তিরা হলেন রাজৈর উপজেলার মোল্লাকান্দি গ্রামের মাহিন্দ্রর চালক মেরাজুল বেপারী (৩০), সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাজিতপুর গ্রামের লুৎফর সিকদার (৪৫) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শরীফুল ইসলাম (২৪)। লুৎফর কেন্দুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন।
আহতদের মধ্যে সাতক্ষীরা জেলার সোনা গাজী (৪০) গুরুতর আহত হয়েছেন। তাঁকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ঢাকা থেকে যাত্রী নিয়ে ঈগল পরিবহনের একটি বাস বরিশালের দিকে যাচ্ছিল। পথে কলাবাড়ী এলাকায় রাজৈরগামী মাহিন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মাহিন্দ্রের মধ্যে থেকে আটকা পড়া আহত ও নিহতদের উদ্ধার করে। এ সময় মহাসড়কে প্রায় দুই ঘণ্টা শত শত যানবাহন আটকা পড়েছিল। পুলিশ ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।