টেকনাফে ছয় রোহিঙ্গা ডাকাত গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে ছয় রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে বর্ডার পাস, নগদ টাকা ও মিয়ানমারের পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সকালে টেকনাফের জাদীমুড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব ডাকাতকে আটক করা হয়।
এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার এনটিভি অনলাইনকে জানান, বেশ কয়েক দিন আগে একদল রোহিঙ্গা ডাকাত নয়াপাড়া শরণার্থী ক্যাম্পসংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় আনসার বাহিনী। এ সময় আনসার বাহিনী ও ডাকাত দলের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে ডাকাত দল পিছু হটে জাদীমুড়া এলাকার ছালেহ আহমেদের বাড়িতে আশ্রয় নেয়।
খবর পেয়ে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিনের নেতৃত্বে পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও আনসার সদস্য নিয়ে গঠিত যৌথ বাহিনী ওই বাড়িতে আজ অভিযান চালায়।
এ সময় সেখানে রোহিঙ্গা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। এই ছয়জনের বাড়ি মিয়ানমারের মংডু এলাকায় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। এ সময় আটককৃতদের কাছ থেকে মিয়ানমারের ১০টি বর্ডার পাস (মিয়ানমার-বাংলাদেশ পারাপারের পাসপোর্ট, নগদ দুই লাখ টাকা ও মিয়ানমারের পরিচয়পত্র উদ্ধার করা হয়।