সুন্দরবনে বাঘ বাড়বে : বনমন্ত্রী

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, সুন্দরবনের বাঘ রক্ষায় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ করেছে সরকার। আর এ প্রকল্প বাস্তবায়ন হলে সুন্দরবনের বাঘের সংখ্যা আরো বৃদ্ধি পাবে।
আজ মঙ্গলবার থেকে সুন্দরবনে শুরু হওয়া দুদিনব্যাপী ‘বাঘ রক্ষা জাতীয় সংলাপ’ অনুষ্ঠানের প্রথম দিনে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে আসা মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, বন বিভাগসহ সরকারের বিভিন্ন দপ্তর বাঘ রক্ষায় কাজ করছে। আর তাদের সার্বিক সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাঘ রক্ষায় বিগত বছরগুলোর মতো আগামীতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা দিয়ে যাবে।
রাষ্ট্রদূত আরো বলেন, এখনই বাঘ বাঁচানোর জন্য উপযুক্ত সময়।
পরে মার্শা বার্নিকাট ইউএসএআইডির বাঘ রক্ষা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। দুদিনব্যাপী এ সংলাপে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ, নৌবাহিনীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন।