সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী-চান্দেশ্বর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও কোস্টগার্ডের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
র্যাব জানিয়েছে, নিহত ব্যক্তিরা হলেন বনদস্যু নয়ন বাহিনীর প্রধান মনির, তাঁর সহযোগী এনাম, গিয়াস ও হাসান। ঘটনাস্থল থেকে ১৮টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪৫০টি গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম জানান, সুন্দরবনের বনদস্যু নয়ন বাহিনীর সদস্যরা বনের কচিখালী-চান্দেশ্বর এলাকায় অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালান র্যাব-৮ ও কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে বনের মধ্যে লুকিয়ে থাকা দস্যুরা র্যাব-কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় জন্য পাল্টা গুলি চালায় অভিযানকারীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হন।