মাটিতে কোপ দিতেই ফুটল বোমা, আহত ৪ শ্রমিক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/10/photo-1457621898.jpg)
জামালপুর শহরের বনপাড়ায় হাতবোমার বিস্ফোরণে চার মাটিকাটা শ্রমিক আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শহরের বনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন শ্রমিক সাইদুর, আব্দুর রহিম, রফিকুল ও হজী। তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার বাড়ি সদর উপজেলার সাতপাইকা চর এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বনপাড়ার পৌর গোরস্থানের পাশে রেললাইন এলাকায় পুকুরের মাটি কাটছিল শ্রমিকরা। মাটি কাটার সময় কোদালের আঘাতে বিকট শব্দে একটি পরিত্যক্ত বোমার বিস্ফোরণ ঘটলে চার শ্রমিক আহত হয়।
আহতদের সবাইকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে এদের মধ্যে সাইদুরকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, পরিত্যক্ত একটি হাতবোমার বিস্ফোরণে শ্রমিকরা আহত হয়েছে।