মংলায় ফেনসিডিলসহ এক ব্যক্তি গ্রেপ্তার

বাগেরহাটের মংলা উপজেলায় ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার দিগরাজ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কামাল শেখের বাড়ি বাগেরহাটের ফকিরহাটে।
মংলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মফিজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামালকে গ্রেপ্তার করা হয়। তিনি একজন ফেনসিডিল ব্যবসায়ী। তাঁর কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
কামাল শেখকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।