মাদারীপুরের কালকিনিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মাদারীপুরের কালকিনি উপজেলার দুর্গম এলাকায় পূর্ব এনায়েতনগরের ৮৪ নম্বর মহরদ্দির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে স্কুলমাঠের অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, বার্ষিক বনভোজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবু তাহের কালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইউ আর সি একলাসুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নিজামউদ্দিন ঢালী, এলাকার গণ্যমান্য ব্যক্তি এসকান্দার আলী হাওলাদার, মোস্তফা কামাল, স্কুলের ম্যানেজিং কমিটির সহসভাপতি মোশাররফ হোসেন ও মোবারক হোসেন বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন আবুল হাসনাত।